বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ১২:৪৯ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি::
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে র্যাবের অভিযানে ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ স্বপন সাহা (৩৭) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ বুধবার (১২ আগষ্ট) দুপুর আনুমানিক পৌনে ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেন।
জানা যায়, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন শ্রীনগর বাজারস্থ ডালপট্টি নামক স্থানে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয়-বিক্রয় করিতেছে। এসময় র্যাব-১১, সিপিসি-১,মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বুধবার পৌনে ৩ টার সময় স্বপন সাহা (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।
এলাকাবাসী জানায়, মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।
এব্যাপারে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।