শনিবার, ১০ Jun ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে ভূমি ও গৃহহীনদের মাঝে ৪র্থ ধাপে জমি সহ ঘর প্রদান করা হয়েছে।
পূব নির্ধারিত ঘোষনা অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর শুভ উদ্ভোধনের পর বুধবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে প্রশাসনের উদ্যোগে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এর সভাপতিত্বে জমিসহ ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ আবু বক্কর ছিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হাজি তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযুদ্ধা ইকবাল হোসেন মাষ্টার, মুক্তিযুদ্ধা আঃ লতিফ মাষ্টার, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, আলহাজ্ব আজিজুল ইসলাম চেয়ারম্যান, জিএস নাজির আহমেদ চেয়ারম্যান, আলী আকবর চেয়ারম্যান, রফিকুল ইসলাম বাবু চেয়ারম্যান, কৃষি কর্মকর্তা শান্তনা রাণী, সাব রেজিস্ট্রার রেহানা বেগম, পিআইও আশিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, এ উপজেলায় মোট ১৩৭ টি পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।