শনিবার, ১০ Jun ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: ”আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীনগরে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে দিবসটি উপলক্ষে শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালী বের করা হয়।
র্যালী শেষে ইউএনও’র সভাকক্ষে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শান্তনা রাণী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া আশরাফি, সামাজ সেবা কর্মকর্তা মাহফুুজা পারভিন, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো: নজরুল ইসলাম প্রমুখ।