শুক্রবার, ০৯ Jun ২০২৩, ১১:২৩ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগরে নানা আয়েজনে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রীনগর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধাগন, শ্রীনগর থানা, শ্রীনগর প্রেস ক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারী এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মামুন। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ আবু বক্কর ছিদ্দিক, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিপ্লব, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মাস্টার, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তোহা মোঃ শাকিল, শ্রীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রয়েল সহ শ্রীনগর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভা শেষে প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।