মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ১২:৫৯ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা এম রহমান কমপ্লেক্সের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আনন্দর্যালী বের করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুনের নেতৃত্বে র্যালীটি শ্রীনগর সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কাটার আয়োজন করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বীর তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম হোসেন খান, সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেন প্যারট, শাহিনুর আলম শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজিব ঘোষ, উপজেলা ছাত্রলীগের সিনীয়র সহ-সভাপতি সিফাত খান, যুগ্ন সাধারণ সম্পাদক শামিম হোসেন, সহ-সভাপতি জনি খান, সরকারী শ্রীনগর কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাওন খান, মোঃ সিজান, সহ সম্পাদক হাসান মাহমুদ, ছাত্রলীগ নেতা শাহ সাব্বির সানী, শাকিল দেওয়ান প্রমুখ।