বুধবার, ১৭ অগাস্ট ২০২২, ০৪:২৩ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ প্রায় ৪ বছর আগে শেষ বার পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। আনন্দ এল রাইয়ের ছবি ‘জিরো’- তে অভিনয় করেছিলেন ‘বাদশা।’ তবে বক্স অফিসে খুব বেশি লাভের মুখ দেখেনি সে ছবি। সেই অর্থে শেষ কয়েক বছরে কোনও ছবিই বাণিজ্যিক ভাবে তেমন সফল হয়নি কিং খানের।
২০১৪-এ ‘হ্যাপি নিউ ইয়ার’- এর পর আর দর্শকের মন জয় করতে পারেননি শাহরুখ। তবে ২০২৩-এ নাকি ভাগ্যের চাকা ঘুরতে চলেছে কিং খানের। এমনটাই ভবিষ্যদ্বাণী বিশেষজ্ঞদের।
নতুন বছরে কোমর বেঁধে নামতে চলেছেন সুপারস্টার। জানুয়ারিতেই মুক্তি পাবে ‘পাঠান’। যে ছবিতে আবারও শাহরুখ ও দীপিকার জাদু দেখতে চলেছেন দর্শক। তার ঠিক কয়েক মাস পরেই প্রেক্ষাগৃহে আসবে ‘জওয়ান।’ এই ছবির হাত ধরেই বলিউড অভিষেক ঘটতে চলেছে তামিল পরিচালক আতলির। তার পর রয়েছে রাজু হিরানির ছবি ‘দুনকি।’
প্রথম বার তাঁর পরিচালনায় কাজ করছেন শারুখ খান। এক কথায় আগামী বছরটা শাহরুখ ভক্তদের জন্য রীতিমতো ধমাকেদার হতে চলেছে, তা বোধ হয় বলাই যায়।