শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:৪০ অপরাহ্ন
তথ্যপ্রযুক্তি ডেস্কঃ বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকল বিশ্ববাসী। বিরলতম এক মহাজাগতিক দৃশ্য উপভোগ করল এই প্রজন্ম।
গতকাল সন্ধ্যায় বৃহস্পতি-শনির এক অতি বিরল গ্রহসংযোগ দেখা গিয়েছিল।উত্তর গোলার্ধের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই ঘটনার। তারা চোখ ভরে দেখলেন এই বিস্ময়ব্যাপার।
বাংলাদেশে সূর্যাস্তের পরে সন্ধ্যার আকাশে দেখা গিয়েছে এই দৃশ্য। সৌরজগতের সব চেয়ে বড় দু’টি গ্রহ বৃহস্পতি ও শনি যখন পরস্পরের খুব কাছাকাছি চলে এসেছিল তখন তাদের কৌণিক পার্থক্য ছিল ০.১ ডিগ্রি বা ৬আর্কমিনিট)। গ্রহসংযোগ গড়ে মোটামুটি ২০ বছর পর পর ঘটে।