মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:২৮ পূর্বাহ্ন

লিন্ডসে লোহান মা হতে যাচ্ছেন

বিনোদন ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: মার্কিন অভিনেত্রী ও সংগীতশিল্পী লিন্ডসে লোহান মা হতে যাচ্ছেন। বাদের শাম্মাস ও লিন্ডসে লোহান দম্পতির এটি প্রথম সন্তান।

টিমজেড ডটকমকে লিন্ডসে লোহান বলেন, ‘পরিবারে নতুন সদস্য আগমনের খবরে আমরা খুবই উচ্ছ্বসিত। আমরা আমাদের জীবনের পরবর্তী অধ্যায়ের যাত্রা শুরুর জন্য উন্মুখ হয়ে আছি।’

অন্যদিকে লিন্ডসে লোহান তার অফিশিয়াল ইনস্টাগ্রামে মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শিশুর জামার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমরা আনন্দিত এবং উচ্ছ্বসিত।’ এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই গায়িকা।

২০২০ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার আগে দুবাইয়ের একটি মিউজিক ফেস্টিভ্যালে প্রথমবার একসঙ্গে দেখা যায় লিন্ডসে লোহান ও বাদেরকে। এরপর এ জুটির সম্পর্ক নিয়ে গুঞ্জন চাউর হয়। ২০২১ সালে বাগদানের ঘোষণা দেন। গত বছর বিয়ে করেন এই জুটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution