মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১, ১১:০১ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর প্রতিনিধি:: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারী প্রাথমিক ও মাধ্যমিকসহ মোট ৫০ টি সরকারী বিদ্যালয়ে করোনাভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরন করেছে।
১১ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার আক্তার জাহান সাথী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একে এম মোস্তাফ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম সাইফুল হক, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, শহিদ উল্যা বিএসসি, শফিউল আজম সুমন প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ৫০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, টয়লেট টিস্যু ও সাবান তুলে দেন।