বুধবার, ১৭ অগাস্ট ২০২২, ০৪:৪৮ পূর্বাহ্ন
রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের আলু চাষীরা লোকসান গুনলেও বীজ সংরক্ষণকারি আলু চাষীরা লাভের প্রত্যাশায় দিন গুনছেন।
এমন একটি খবরের তথ্য সরেজমিন বাচোর ইউপির মাধবপুরে গেলে আলু চাষী উমা কান্ত ও সুভাষ জানায়, এই বীজের আলু চাষে প্রতি বিঘায় মোটা অংকের লাভের প্রত্যাশায় মাঠে বীজের আলুতে সেচ নিচ্ছেন।
অন্যদিকে চলতি এ মৌসুমে এবার আগাম বিভিন্ন রকমের আলু চাষে হঠাৎ করে বাজারে ব্যাপক ভাবে উৎপাদিত আলু আমদানিতে বিঘা প্রতি ১৭/২০ হাজার টাকা লোকসানে দিশেহারা হলেও অন্যদিকে ব্র্যাকের ডায়মন্ড আলুর বীজ চাষে প্রতি বিঘায় ২০/২৫ হাজার টাকা লাভের প্রত্যাশায় মাঠে আলু চাষীরা ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত হয়ে পরেছেন।
বাচোর ইউপির মাধবপুর গ্রামের আলু চাষী উমা কান্ত ও সুভাষ সাংবাদিকদের জানায় একদিকে কৃষকরা আলু চাষে লোকসান গুনলেও বীজের আলু সংরক্ষণে প্রতি বিঘায় ২০/২৫ হাজার টাকা লাভের প্রত্যাশায় দিন গুনছেন। মাঠে শতশত একর জমি বীজ সংরক্ষনে ডায়মন্ড জাতের আলু উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। বিস্তৃত মাঠে যেদিকে তাকানো যায় শুধু আলুর বীজ চাষের মহোৎসব চলছে চারিদিক।
আলু চাষীরা জানায়, মাঠে এই বীজের আলু চাষাবাদের সময়ে আগাম বিভিন্ন দূর-দূরান্তের কোং এবং ব্যবসায়ী ফরিয়ারা এই বীজের আলু সংরক্ষণের জন্য টাকা দিয়ে থাকেন।
এদিকে অনেক আলু চাষীকে আগাম অর্থ দিয়ে চুক্তিবদ্ধ করে এ সময়ে মর্মে জানা গেছে। তাই আলু চাষিরা একদিকে লোকসানে পরলেও আলুর বীজ চাষে লাভের প্রত্যাশায় দিন গুনছেন। ফলে একদিকে লোকসানের অনেকটায় পুষিয়ে নিতে পারবেন এ আলুর বীজ চাষে।
এ বিষয়ে কৃষি অধিদপ্তরের কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ জানান, আসলে সাধারণ আলু চাষীরা লোকসানে পরলেও ভাল মানের বীজ ব্যবহারে চাষীরা সন্তোষজনক সফলতা অর্জন করবে মর্মে আশা করছি। তিনি আরো বলেন, জমি ফেলে রাখা যাবেনা, আলু উঠার পরে যথারীতি ভূট্টা, গম লাগাতে হবে তবেই লোকসানের পাশাপাশি লাভের প্রত্যাশায় পুষিয়ে নিতে পারবে। তবে সাধারন আলু চাষীরা যথাসময়ে আলুর ভাল মানের বীজ বপনে ভাল মানের বীজ চাষে লোকসান পুষিয়ে নিতে পারবে।