বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৪১ অপরাহ্ন
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া শালপাড়া গ্রামে সোমবার (১০ অক্টোবর) বাদশাহ আলমের পুত্র উজির আলীর (৩২) বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, সোমবার বিকালে উজির আলী বাড়ির পাশে ধানক্ষেতে ঘাস কাটাতে যায়, এসময় আকাশে হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ঘটনাটি জানতে পেরে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
এ প্রসঙ্গে ধমগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে মারা যাওয়া উজির আলীর লাশ দাফনের ব্যাবস্থা করা হচ্ছে।
থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ সেখ (তদন্ত) বলেন, বিষয়টি আসলে আমরা জনিনা। এব্যাপারে সাংবাদিকরাই শুধু ফোন করে জানতে চাচ্ছে।