শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৫:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: রাজধানীর নিউ ইস্কাটনের একটি বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আমেনা আক্তার।
সোমবার রাতে মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে হাতিরঝিল থানা পুলিশ। আমেনা ঝিনাইদহের মহেশপুরের মো. মামুনের মেয়ে বলে জানা গেছে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম জানান, সোমবার রাতে খবর পেয়ে নিউ ইস্কাটনের ৩১/এ নম্বরের বাড়ির অষ্টম তলার মো. মনিরুজ্জামানের ফ্ল্যাট থেকে গৃহকর্মী আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। বাসার লোকজন দাবি করেছেন, সকলের অনুপস্থিতিতে আমেনা গামছা দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।
উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আমেনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।