বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:০৯ পূর্বাহ্ন

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ই-কণ্ঠ অনলাইন:: রাজধানীর ভাটারা ১০০ ফিট সাইটনগর এলাকার ছয়তলা বিশিষ্ট নিজস্ব বাড়ির তৃতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

মৃত দম্পতি হলেন- আব্দুল মজিদ শিকদার ও তাসলিমা বেগম। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘ভাটারা ১০০ ফিট সাইটনগর এলাকার ছয়তলা বিশিষ্ট নিজস্ব বাড়ির তৃতীয় তলায় এই দম্পতি বসবাস করতেন। ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গিয়েছিলেন আব্দুল মজিদ। সিলিন্ডারে সম্ভবত লিকেজ ছিল। চুলা জ্বালানোর সময় আগুন ছড়িয়ে পড়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আব্দুল মজিদ শিকদার দগ্ধ হন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে তাসলিমা বেগমও দগ্ধ হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।’

মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান ওসি আবুল বাসার মোহাম্মদ আসাদুজ্জামান। এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution