বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৪২ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে ৬টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ৫৯৯ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪১ লাখ ৮১ হাজার ১০৬ টাকা।
সোমবার (১ জুলাই) সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়। তবে আটক চোরাকারবারির নামপরিচয় প্রাথমিকভাবে জানায় বিজিবি।
সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, সোমবার সন্ধ্যার দিকে মহেশপুর উপজেলার যাদবপুর বিওপির টহল দল বড়বাড়ি এলাকায় সন্দেহভাজন ব্যক্তির পকেট তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়াও একটি মোবাইল ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।