বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৫:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্ট : গাজীপুরের সর্বোৎকৃষ্ট ইলেকট্রনিক্স পণ্য ‘মধুমতি’র নতুন শোরুম জমকালো অনুষ্ঠানের মধ্যে উদ্বোধন করা হয়।
বুধবার (১ মার্চ) দুপুরে গাজীপুরের কোনাবাড়ী জেলখানা রোড এলাকায় মধুমতি ইলেকট্রনিক্স এর নতুন শোরুম উদ্বোধন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক ও দেশীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন এসএসএফের ডিজি মেজর জেনারেল (অব:) শেখ মোহাম্মদ আমান হাসান (এনডিইউ), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, শ্যামলি আমান, মধুমতি ইলেকট্রনিক্স পণ্যের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি শেখ সেলিম।
এ সময় প্রিয় নায়ক এবং নায়িকাকে এক নজর দেখতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। দর্শকদের উদ্দেশ্যে গান পরিবেশন করেন তারা। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শেখ সেলিম বলেন, উদ্বোধন উপলক্ষে প্রতিটি পণ্যের উপর ১৫% ডিসকাউন্ট দেয়া হয়েছে।