বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ০৯:০৬ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকা উপজেলার জনগণের কাঙ্খিত স্কয়ার মাস্টারবাড়ি টু পাড়াগাঁও ভায়া কাশর ৩কিঃমিঃ পাকা রাস্তার কাজের ভিত্তি প্রস্থর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টাবাড়ী এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে স্কয়ার মাস্টারবাড়ি টু পাড়াগাঁও ভায়া কাশর সড়ক মেরামত চেইনেজ (৩কিঃ মিঃ) কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
উদ্বোধন শেষে আব্দুল গণি মাস্টার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল, উপজেলা আ’লীগ সহ সভাপতি এড. শওকত আলী, ওমর হায়াৎ খান নঈম, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম রফিক, হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, জাতীয় পার্টি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ময়মনসিংহ জেলার অর্থ বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন মাস্টার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক রহিমা আফরোজ শেফালী, হাজী আঃ রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি মতিউর রহমান মোহন, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি রেজাউল করিম রিপন, আ,লীগ নেতা মাজহারুল ইসলাম খান সোহেল, সমাজ সেবক হাজী বেলাল ফকির, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি অনিক তালুকদার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নয়ন, হবিরবাড়ী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল উদ্দিন মেম্বার, আব্দুস সাত্তার মাস্টার, আফতাব আহাম্মেদ মাহবুব, এড. রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা লাল মাহমুদ সরকার, ইউপি সদস্য আবুল হাশেম, জহিরুল ইসলাম বিল্লাল, আব্দুর রাশিদ ঢালী, খলিলুর রহমান মাসুদ, খাদিজা প্যালেসের চেয়ারম্যান সমাজ সেবক হাজী মোঃ ইব্রাহিম, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম বাবু, এবিএম সিদ্দিক মাস্টার, ইদ্রিস আলী মাস্টার, যুবলীগ নেতা আবু সাঈদ, হাজী শফিকুল ইসলাম প্রমূখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে মাস্টারবাড়ি টু পাড়াগাঁও ভায়া কাশর ৩কিঃমিঃ পাকা রাস্তার কাজের জন্য ব্যায় ধরা হয়েছে প্রায় সাড়ে ৮ কোটি টাকা।