মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ফিসারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শামীম ওরফে শামু (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে সবুজ (৩৮) নামে আরেকজন আহত হয়েছেন। নিহত শামীম ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের পানিভান্ডা গ্রামের মরহুম হাবেদ আলীর ছেলে।
জানা যায়, শামীম শনিবার (২০ মে) সকালে ফিসারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎতের একটি তার পানিতে পড়ে থাকতে দেখে তা তুলতে যায়। এ সময় বিদ্যুৎস্পর্শে শামীম ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাকে উদ্ধার করতে এসে সবুজ গুরুত্বর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, ফিসারিতে পড়ে থাকা বিদ্যুতের তারে শক লেগে শামীম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।