মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০১:৪৭ অপরাহ্ন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: নিখোঁজের ৫ দিন পর বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। লাশটি আওয়ামী লীগ নেতা দুরন্ত বিপ্লব (৫১) এর বলে নিশ্চিত করেছে তার পরিবার।
পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই শাহজাহান জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে বুড়িগঙ্গা নদীর পাগলা এলাকায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে রাত ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লাশের ছবি দেখে সেটি নিখোঁজ দুরন্ত বিপ্লবের বলে শনাক্ত করেন তার ছোট বোন শ্বাশতী বিপ্লব।
জানা গেছে, দুরন্ত বিপ্লব গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা খানার ইলাশপুর গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল মান্নান মিয়া। বর্তমানে তিনি কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। কেরানীগঞ্জে তার মাছের খামার ও কৃষি খামার রয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, নিখোঁজের পর গত ৯ নভেম্বর দুরন্ত বিপ্লবের ছোট বোনের স্বামী ইমরুল নিখোঁজের ঘটনায় জিডি করেন। অজ্ঞাত লাশটি উদ্ধারের পর পরিবারকে খবর দিলে রাতে থানায় এসে লাশ দুরন্ত বিপ্লবের বলে শনাক্ত করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।