শনিবার, ২৮ মে ২০২২, ১০:৪৫ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : মঙ্গলবার ১৮ জানুয়ারি ওয়ালটন মহান বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা বিকেল ৩টায় পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ওয়ালটন বিজয় দিবস ভলিবল ফাইনালে আজ মঙ্গলবার মুখোমুখি সেনাবাহিনী ও নৌবাহিনী।
‘ওয়ালটন বিজয় দিবস ভলিবল প্রতিযোগিতা ২০২১’ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষে ২৫-১৭, ২৫-২৭, ২৫-২৫ ও ২৫-১৮ পয়েন্টে (৩-১ সেটে) হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেনাবাহিনী।
তার আগে স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ বিমানবাহিনী। ম্যাচে পিডিবিকে ৩-২ সেটে হারিয়ে তৃতীয় হয় বাংলাদেশ বিমানবাহিনী।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। এ ছাড়া চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়সহ টুর্নামেন্ট সেরাদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মো. হেদায়েত উল্লাহ তুর্কি। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।