বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০২:৩৩ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: “শেখ রাসেল, দীপ্ত জয়োল্লাস অদম্য আত্ববিশ্বাস” এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বান্দরবান জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বান্দরবান জেলা শাখার জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তারিকুল ইসলাম পিপিএম, পুলিশ সুপার, বান্দরবান, জনাব মোঃ ইসলাম বেবি, মেয়র, বান্দরবান পৌরসভা এবং সভাপতিত্ব করেন ডা.মোঃ শেখ ছাদেক, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ রাসেল এর ৫৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে সম্প্রীতি মঞ্চে শেখ রাসেল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেখ রাসেল এর ৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক কেক কাটা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।