বুধবার, ০৭ Jun ২০২৩, ০১:১৫ পূর্বাহ্ন

বান্দরবানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬

বান্দরবান প্রতিনিধি, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: বান্দরবানের রুমা উপজেলায় রুমা-বগালেক সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর ট্রাক দুটি গভীর খাদে পড়ে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। এঘটনায় কমপক্ষে আরও ১৪ জন আহত হয়েছে। হাসপাতালে নেয়ার পর আরো দুজনের মৃত্যু হয়।

সোমবার (২০ মার্চ) দুপুরে রুমা-বগালেক সড়কের ১৭ কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের বগালেক ক্যাম্পের সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স ও বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ছয়জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমা বাজার থেকে স্থানীয় লোকজনদেরকে নিয়ে একটি ট্রাক বগালেক এলাকায় যাওয়ার সময় অপরদিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটি গভীর খাদে পড়ে ঘটনাস্থলে চারজন নিহত ও ১৪ জন আহত হয়। হাসপাতালে নেয়ার পরে আরও দু’জনের মৃত্যু হয়। হতাহতদের পরিচয় জানা যায়নি।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution