রবিবার, ০৭ অগাস্ট ২০২২, ০৯:২৫ অপরাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:: রাজশাহীর বাঘায় ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের কভিডের টিকা প্রদান শুরু হয়েছে।
রোববার (৯ জানুয়ারী) উপজেলা সদরে বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ে এই টিকা কার্যক্রম শুরু করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপার ভাইজার মাহমুদুর রহমান জানান, প্রথম দিন উপজেলার রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়, বাঘা মডেল উচ্চ বিদ্যালয়, ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, শাহদৌলা সরকারি কলেজ, মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজ, বাঘা হযরত আব্দুল হামিদ দানিশ মন্দ(রহঃ) ফাজিল মাদ্রাসা ও বাঘা মহিলা বিএম কলেজের ২ হাজার ২৭০ জন শিক্ষার্থী টিকা পেয়েছে। এইদিন ৭টি বিদ্যালয়ের টিকা দেওয়ার টার্গেট ছিল ৩ হাজার ১৯১ জন শিক্ষার্থী।
টিকা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আহম্মেদ, কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাশেম ওবায়েদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান।
এছাড়া শিক্ষক সমিতির নের্তৃবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ডা. রাশেদ আহম্মেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের মানুষ পৃথিবীর বহু উন্নত দেশেরও আগে কভিডের টিকা পেয়েছে। এখন দেশের শিক্ষার্থীরাও টিকা পাচ্ছে।
উল্লেখ্য, আগামীকাল সোমবার (১০ জানুয়ারি) ১৪টি বিদ্যালয়ের ২ হাজার ৯৩১ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।