বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৩৫ পূর্বাহ্ন
নবাবগঞ্জ প্রতিনিধি:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক প্রচেষ্টায়, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহনের আগে দেশে খাদ্য ঘাটতি ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির উন্নয়নে জোর দেন এর ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। দেশে এখন খাদ্য মজুত রয়েছে।
ঢাকার দোহার উপজেলায় বুধবার দুপুরে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি এ কথা বলেন।
সালমান ফজলুর রহমান আরো বলেন, বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে। দেশে মানুষও ভূমিহীন, ঠিকানাহীন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন, ঠিকানাহীন মানুষের জন্য ঘর এবং জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন। করোনা মহামারীতে সারাবিশ্ব যখন দিশেহারা আমাদের প্রধানমন্ত্রী দক্ষতার সাথে করোনা মহামারী মোকাবিলা করেছেন। অনেক উন্নত রাষ্ট্র বিনা পয়সায় করোনার ভ্যাকসিন ও পরীক্ষার ব্যবস্থা করেনি। একমাত্র বাংলাদেশই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারেেন জনগণকে বিনা পয়সায় ভ্যাকসিন ও করোনা পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছে।
এদিন সালমান ফজলুর রহমান এমপি প্রথমে সকাল সাড়ে ১০টায় দোহার নবাবগঞ্জ কলেজ সংলগ্ন মাঠে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত প্রদর্শনী মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও বিজয়ী খামারীদের হাতে চেক ও পুরস্কার তুলে দেন। পরে দোহার উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত প্রদর্শনী মেলাসহ বিভিন্ন সেতু, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের নির্মান কাজের উদ্বোধন করেন। এছাড়া সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ করেন।
এসময় দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (নবাবগঞ্জ) মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা(দোহার) মোবাশ্বের আলম, ঢাকা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, সহকারি পুলিশ সুপার আশ্রাফুল আলম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুর রহমান সিকদার, দোহার উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল হক ব্যাপারী, ওসি সিরাজুল ইসলাম শেখ, ওসি মোস্তফা কামালসহ আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।