মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:১৪ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: ঢাকা কেরানীগঞ্জে বসুন্ধরা রিভার ভিউ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ শাখায় মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র/ ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ বসুন্ধরা রিভার ভিউ, হাসনাবাদ শাখা হল রুমে’ মাদক প্রতিরোধ সোসাইটি অব বাংলাদেশ এর আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায়, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এর ব্যবস্থাপনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ছাত্র/ ছাত্রী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকাসহ প্রয় ২ শতাধিক লোক অংশগ্রহণ করেন।
মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাজি হাসপাতাল এর চেয়ারম্যান স্বাস্থ্য বন্ধু ডাঃ আনোয়ার হোসেন ফরাজী ইমন (সিআইপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ বাহাউদ্দিন, সহকারী পরিচালক দিপক কুমার সুর, বসুন্ধরা রিভার ভিউ হাসনাদ শাখার ভাইস প্রিন্সিপাল জাকির হোসাইন।
ফরাজি হাসপাতাল এর ল্যাব এন্ড হেলথ্ ক্যাম্পের ইনচার্জ এম এ আলিম সওদাগর। অনুষ্ঠান সঞ্চালনায় করেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শরিফুল ইসলাম। পরে শপথ বাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ বাহাউদ্দিন।