বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ০৮:৪৮ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : ৫ এপ্রিল সোমবার সাঁতারের তৃতীয় দিনে আরোও চার রেকর্ড হয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে
মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ৫ এপ্রিল সোমবার ২০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর কাজল মিয়া ২ মিনিট ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন। সেনাবাহিনীর জুয়েলের ২০১৯ সালে গড়া রেকর্ড (২ মিনিট ১১.৫৭ সেকেন্ডে ভেঙেছেন তিনি।
৪০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়তে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ সময় নেন ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ড। পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সেনাবাহিনীর জুয়েল আহমেদ ২৭.৯৭ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল ২০১৯ সালে জুয়েল আহমেদের ২৮.১২ সেকেন্ড।
পুরুষদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নৌবাহিনীর আসিফ রেজা, মাহমুদুন্নবী নাহিদ, অনিক ইসলাম ও মাহফিজুর রহমান ৩ মিনিট ৩৭.৩৮ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল ৩ মিনিট ৩৮.৪৫ সেকেন্ডের।
এছাড়া নারীদের ২০০ মিটার বাটারফ্লাইয়ের পর ৪০০ মিটার ফ্রিস্টাইলেও ৫ মিনিট ৭.৮৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। ৮০০ মিটার বাটারফ্লাই ও ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্ট নিয়ে তিন দিনে এটা তার চতুর্থ ব্যক্তিগত সোনা।
সোনিয়া আক্তার, ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সেনাবাহিনীর সুকুমার রাজবংশী, ৪০০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা (এ আসরে এটা তার চতুর্থ ব্যক্তিগত) স্বর্ণজয় করেন।
এ ইভেন্টে রুপা জেতা জুয়েলও (২ মিনিট ১১.১৭ সেকেন্ড) নিজের আগের রেকর্ড টাইমিং টপকে গেছেন। নৌবাহিনীর জাহিদুল ইসলাম ব্রোঞ্জ জিতেছেন ২ মিনিট ১৬.৩৮ সেকেন্ড সময় নিয়ে।
পুরুষ ৪০০ মিটার ফ্রিস্টাইলে ফয়সাল ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ড সময় নিয়ে নিজের রেকর্ড ভেঙেছেন। ২০১৯ সালে ৪ মিনিট ১৮.২৫ সেকেন্ড ছিল তার আগের রেকর্ড। নৌবাহিনীর রবিউল আউয়াল (৪ মিনিট ২০.০৮ সেকেন্ড) রুপা ও নৌবাহিনীর কাজল মিয়া (৪ মিনিট ৩১.১৬ সেকেন্ড) ব্রোাঞ্জ জিতেছেন।
পুরুষ ৫০ মিটার ব্যাকস্ট্রোকে রেকর্ড গড়তে জুয়েলের সময় লেগেছে ২৭.৯৭ সেকেন্ড। ২০১৯ সালে ২৮.১২ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ড গড়েছিলেন তিনিই। সেনাবাহিনীর আবু সালেক আহমেদ ২৮.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
নৌবাহিনীর ২০১৯ সালে গড়া আগের রেকর্ড ছিল ৩ মিনিট ৩৮.৪৫ সেকেন্ডের। এ ইভেন্টে সেনাবাহিনী ৩ মিনিট ৪৯.২০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছে। কিশোরগঞ্জের ভাটি বাংলা সুইমিং ক্লাব ৪ মিনিট ৭.২৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে।
মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার (২ মিনিট ৪২.৫৩ সেকেন্ড)। রুপা জয়ী সেনাবাহিনীর ফাতেমা আক্তারের টাইমিং ২ মিনিট ৫৩.২৭ সেকেন্ড। ব্রোঞ্জ পেয়েছেন সেনাবাহিনীর আরেক সাঁতারু মুসলিমা খাতুন (৩ মিনিট ১২.৯০ সেকেন্ড)।
১ মিনিট ৭.০১ সেকেন্ড সময় নিয়ে ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন সেনাবাহিনীর সুকুমার রাজবংশী। নৌবাহিনীর আরিফুল ইসলাম ১ মিনিট ৭.৪৮ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন রুপা। নৌবাহিনীর শরিফুল ইসলাম (১ মিনিট ৮.৫৮ সেকেন্ড) পেয়েছেন ব্রোঞ্জ।
এ ইভেন্টে সেনাবাহিনীর নাঈমা আক্তার ৫ মিনিট ১৯.৮৫ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। ব্রোঞ্জ জয়ী সেনাবাহিনীর আরেক সাঁতারু শারমিন সুলতানার টাইমিং ৫ মিনিট ২৭.০৯ সেকেন্ড।