রবিবার, ০৭ অগাস্ট ২০২২, ০৯:২৪ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : বঙ্গবন্ধু তৃতীয় এশিয়ান সাভাতে বুধবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন এশিয়ান সাভাতে কনফেডারেশনের সভাপতি ড. হামিদ রেজা। এ সময় প্রধান অতিথি হসিাবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সাভাতে এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বুধবার উদ্বোধনী দিনে চারটি ওজন শ্রেণির খেলা শেষ হয়েছে। বাংলাদেশ দুটিতে স্বর্ণ জিতেছে। সেগুলো হলো মেয়েদেও অনূর্ধ্ব-৪৮ কেজি ওজন শ্রেণিতে তানজিনা মাহমুদা শান্তা ও অনূর্ধ-৭০ কেজি ওজন শ্রেণিতে হালিমা খাতুন। এ ছাড়া মেয়েদের অনূর্ধ-৬০ কেজি ওজন শ্রেণিতে ইরানের নাজমি ও পুরুষদের অনূর্ধ-৬০ উজবেকিস্তানের আভাস বেগ স্বর্ণ জিতেছেন।
বাংলাদেশ সাভাতে এ্যাসোসিয়েশনের আয়োজনে ৬টি দেশের অংশগ্রহণে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষ হাবে আগামীকাল বৃহস্পতিবার।
মার্শাল আর্টের মতোই একটি খেলা সাভাতে। অনেকটা কিক বক্সিংয়ের ভিন্নরূপ। এ ক্রীড়া ইভেন্টের জন্ম ফ্রান্সে। বর্তমানে এটি অলিম্পিকের অন্তর্ভূক্ত। এবারের বঙ্গবন্ধু তৃতীয় এশিয়ান সাভাতে প্রতিযোগিতায় দুইটি ইভিন্টে মোট ১৮৬টি স্বর্ণের ফয়সালা হবে। প্রতিযোগিতার বিজয়ীদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক দেওয়া হবে। আর দলগত বিজয়ীদের দেওয়া হবে ট্রফি।