মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:২৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট ॥ ইরাককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু কাপ ২০২৩ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তৃতীয় আসরে এক ম্যাচ হাতে রেখে আগেরদিনই সবার আগে সেমিফাইনালে খেলা নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ। বাকি ছিল এ-গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের নামটি প্রতিষ্ঠিত করা। শনিবার (১৮ মার্চ) প্রতিপক্ষ ইরাককে ৪৯-৩৩ পয়েন্টে (৩টি লোনাসহ) হারিয়ে সেই কাজটিও করে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ। দুই গ্রুপ মিলিয়ে এখানেও সবার আগে গ্রুপসেরা হলো লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের সেরা খেলোয়াড় হন বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার।

পল্টনের শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ দলের হয়ে খেলতে পারেননি দুই নির্ভরযোগ্য খেলোয়াড় রাসেল হাসান এবং রোমান হোসেন। কেননা আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে গিয়ে তারা মাথায় চোট পেয়েছিলেন। তবে প্রথম চার ম্যাচে না পারলেও চোটমুক্ত হয়ে আজকের ম্যাচে বাংলদেশ দলের হয়ে খেলতে নেমে ভরসা জোগান তারকা খেলোয়াড় আরদুজ্জামান মুন্সী।
যদিও দলের হয়ে প্রথম রেইড দিতে গিয়ে ধরা পড়েছিলেন (রিভিউ নিয়ে হেরে যান)। পরে অবশ্য দলের প্রয়োজনে বেশকটি মূল্যবান পয়েন্ট এনে দিয়েছেন তিনি।

টানা পাঁচ ম্যাচ জিতে বাংলাদেশের সংগ্রহ ১০ পয়েন্ট। আগের চার ম্যাচে বাংলাদেশ হারায় যথাক্রমে পোল্যান্ড, আর্জেন্টিনা, নেপাল এবং ইংল্যান্ডকে। আর আগের তিন ম্যাচে ইরাক হারায় যথাক্রমে আর্জেন্টিনা, নেপাল ও পোল্যান্ডকে। ম্যাচ শুরুর মাত্র ৬ মিনিটের মধ্যেই প্রতিপক্ষ ইরাককে অলআউট করে দেয়া বাংলাদেশ। তখন ম্যাচর স্কোরলাইন (১০-১)। এরপর একইভাবে প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে সাজুরামের শিষ্যরা। মুন্সী ও মিজানুরের রেইড থেকে ঝটপট কিছু পয়েন্ট আদায় করে নেয় বাংলাদেশ। ইরাকও চেষ্টা করে কিছু পয়েন্ট অর্জন করে। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আবারও ইরাককে অলআউট করে বাংলাদেশ। ২৮-১৩ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় উভয় দল।

দ্বিতীয়ার্ধে খুব বেশি ভালো খেলতে পারেনি বাংলাদেশ। এই অর্ধে তারা অর্জন করে মাত্র ২১ পয়েন্ট। আর ইরাক বেশ ভালো খেলে ২০ পয়েন্ট আদায় করে নেয়। শেষের দিকে তারা টানা কয়েকটি পয়েন্ট অর্জন করে। তবে তারপরও বাংলাদেশের সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে পারেনি।

ইরাককে ৪৯-৩৩ পয়েন্টে হারিয়ে টানা পঞ্চম ম্যাচ জিতে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে গেল বাংলাদেশ দল

আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে : তুহিন তরফদার

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা ৫ ম্যাচ জিতেছে স্বাগতিক বাংলাদেশ। টানা ৪ জয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত ছিল তুহিন তরফদারের দলের। আজ শনিবার গ্রুপপর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে ইরাককে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন (এ-গ্রুপ) নিশ্চিত করেছে দলটি। গ্রুপের অন্যতম শক্ত প্রতিপক্ষ ইরাককে হারাতে পেরে দারুণ খুশি বাংলাদেশের অধিনায়ক এবং ম্যাচসেরা তুহিন তরফতদার। ম্যাচ শেষে তুহিন বলেন,‘আমরা ভালো খেলে টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছি। খুব ভালো খেলছে আমাদের প্লেয়াররা। গ্রুপপর্বের প্রতিটি ম্যাচে আমরা দলের প্রত্যেককে ঝালিয়ে নেয়ার সুযোগ পেয়েছি।

আজকে ইরাকের বিরুদ্ধে আমাদের টিম ক¤ি॥^নেশন ভালো ছিল; ম্যাচে কিছু ভুলত্রুটিও ছিল। ভুলত্রুটি নিয়ে পরবর্তীতে আমরা সেমিফাইনাল ম্যাচের আগে শুধরে নেয়ার চেষ্টা করব। ভুল যাতে না হয় সেজন্য কাজ করব।’
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ না হলেও এখনই সেমিফাইনাল ভাবনা ঝেঁকে বসেছে তুহিনের মনে। এ ব্যাপারে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ কে হলো সেটা এখনো নিশ্চিত হয়নি। তবে গ্রুপপর্বে এক ম্যাচ হারলেও তেমন কোনো ক্ষতি ছিল না। কিন্তু সেমিফাইনালে সেই সুযোগ নেই। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে। সেখানেই হারলেই বিদায়। আমরা চাই সেমিফাইনালে জিতে ফাইনালে উত্তীর্ণ হয়ে ট্রফি জিততে এবং ট্রফিটা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে।’ গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের দুজন খেলোয়াড় ইনজুরিতে পড়েছিলেন।

ইরাকের ম্যাচে আজ তারা মাঠে নামতে পারেননি। তবে স্বস্তির খবর ইনজুরির কারণে ৪ ম্যাচ মাঠের বাইরে থাকা সিনিয়র খেলোয়াড় আরদুজ্জামান দলে ফিরেছেন। এ বিষয়ে বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার বলেন, ইনজুরি আক্রান্ত আমাদের দুজন খেলোয়াড় এখনো সুস্থ হয়নি। আশাকরি তারা সুস্থ হয়ে যাবেন। তবে স্বস্তির খবর সিনিয়র খেলোয়াড় আরদুজ্জামান দলে ফিরেছেন। আজ তিনি দারুণ খেলেছেন। সে ফেরায় দলে শক্তি বৃদ্ধি পেয়েছে।’

এদিকে টানা তিন ম্যাচ জয়ের পর নিজেদের চতুর্থ ম্যাচে এসে হারের মুখ দেখল ইরাক। বাংলাদেশের বিরুদ্ধে হারের পর ইরাকের অধিনায়ক আলী সারি জানান, ‘বাংলাদেশ শক্তিশালী দল। হেরে খারাপ লাগছে। তবে আমাদের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। আগামীকাল ইংল্যান্ডকে হারালে আমাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে। আমরা ইংল্যান্ডের বিপক্ষে জেতার সর্বোচ্চ চেষ্টা করব।’

সমীকরনের টেবিলে ‘বি’ গ্রুপ
মালয়েশিয়াকে ৩৪-৭৯ পয়েন্টে হারানোর পর চাইনিজ তাইপের পয়েন্ট ৫ ম্যাচে ৮; উঠেছে ‘বি’ গ্রুপের শীর্ষে। তারপরও বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়নি! চুড়ান্ত হবে আগামীকাল রোববার ইন্দোনেশিয়া-থাইল্যান্ড ও কেনিয়া-শ্রীলঙ্কা ম্যাচের পর। থাইল্যান্ড ও শ্রীলঙ্কার পয়েন্ট ৪ ম্যাচে ৬। থাইল্যান্ড ও শ্রীলঙ্কা জিতে গেলে তিন দলের পয়েন্ট হবে সমান, ৮। সেক্ষেত্রে বিবেচনায় আসবে নেট স্কোর। এ বিষয়টা মাথায় রেখে মালয়েশিয়ার বিপক্ষে স্কোর বাড়িয়ে নিয়েছে চাইনিজ তাইপে, (২৪১/১৬৫), ৭৬। শ্রীলঙ্কার (১৬৫/১২২) ৪৩ ও থাইল্যান্ডের (১৭০/১৩৮) ৩২। শ্রীলঙ্কা ও থাইল্যান্ড হেলে গেলে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হবে চাইনিজ তাইপে, রানার্সআপ হয়ে দ্বিতীয় দল হয়ে শেষ চারে লড়াইয়ে আসবে কেনিয়াও, তাদের পয়েন্ট ৩ ম্যাচে ৪। তবে তাদের স্কোর অন্যদের চেয়ে বেশ ভালো, ৭৭।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution