বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:২৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি ॥ মেসির দেশকে উড়িয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে এ দিয়ে টানা দ্বিতীয় ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। শুরু থেকে আর্জেন্টিনাকে চেপে ধরল বাংলাদেশ। একের পর এক পয়েন্ট তুলে প্রতিপক্ষকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিল মিজান-তুহিনরা। ১২ জাতির বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশ মঙ্গলবার একেবারে উড়িয়ে দিয়েছে মেসির দেশকে। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে তুলে নিল টানা দ্বিতীয় জয়।

পল্টনের ভলিবল স্টেডিয়ামে মঙ্গলবার ১৪ মার্চ ‘এ’ গ্রুপে একপেশে ম্যাচে আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে হারায় বাংলাদেশ। এ-গ্রুপের ম্যাচে একতরফা ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ছয়টি লোনাসহ (এক লোনায় দুই পয়েন্ট) ৭২-২৩ পয়েন্টে আর্জেন্টিনাকে হারায়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের রেইডার মিজানুর রহমান।

গত কাবাডি বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৮০-৮ পয়েন্টে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। বঙ্গবন্ধু কাপেও তাদেরকে শুরুতেই কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। প্রথমার্ধেই ৪৪-৮ পয়েন্টে এগিয়ে ম্যাচে চালকের আসনে বসে গত দুই আসরের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধেও দৃশ্যপটে কোনো বদল আনতে পারেনি আর্জেন্টিনা। আরেকটি বড় ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা। এভাবেই গুটি গুটি করে কিছু পয়েন্ট সংগ্রহ করে আর্জেন্টিনা। ২০ মিনিটে চতুর্থ লোনার মুখ দেখে বাংলাদেশ।

প্রথমার্ধে ৪৪-৮ পয়েন্টে এগিয়ে থেকেই বিরতিতে যান তুহিনরা। দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রেখে খেলতে থাকেন তারা। খেলা শেষ হওয়ার ১২ মিনিট আগেও একটি লোনা পায় বাংলাদেশ। দেখে ষষ্ঠ লোনার মুখ। শেষ পর্যন্ত ৭২-২৩ পয়েন্টে আর্জেন্টিনাকে হারিয়ে ম্যাট ছাড়ে দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ইরাকের কাছে ৫৬-২৮ পয়েন্টে হেরেছিল আর্জেন্টিনা।

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে পোল্যান্ডকে ৫০-২২ পয়েন্টে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ।
আগামী বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে দল।

জয় দিয়ে শুরু করেছে ইন্দোনেশিয়া : বি-গ্রুপের ম্যাচে প্রতিবেশী মালয়েশিয়াকে ৩৬-২৩ পয়েন্টে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্দোনেশিয়া। ম্যাচের প্রথমার্ধে ১৮-৯ পয়েন্টে এগিয়েছিল বিজয়ী দল।

থাইল্যান্ডের কাছে শ্রীলঙ্কার হার : হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৩৬-৩২ পয়েন্টে হারিয়ে শুভসূচনা করেছে থাইল্যান্ড। গত আসরের সেমিফাইনালিস্ট লঙ্কানদের হারাতে রীতিমতো ঘাম ঝরেছে থাই খেলোয়াড়দের। ম্যাচের প্রথমার্ধে ২০-১৬ পয়েন্টে এগিয়েছিল থাইল্যান্ড। দ্বিতীয়ার্ধে লড়াই জমিয়ে তোলে লঙ্কান দল। পয়েন্ট ব্যবধানও প্রায় কমিয়ে এনেছিল। শেষ মুহূর্তে আর থাইল্যান্ডের আর পেরে পারলো না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution