শুক্রবার, ০২ Jun ২০২৩, ০২:২০ অপরাহ্ন

প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকানে অ্যান্টিবায়োটিক বিক্রি করতে দেয়া হবে না। যদি কেউ তা করে তবে তাদের ওষুধের দোকানের লাইসেন্স বাতিল করা হবে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে একটি নতুন আইন করতে যাচ্ছে এবং কোনো ওষুধের দোকান প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করলে তার লাইসেন্স বাতিল করা হবে।’

অ্যান্টিবায়োটিকের অপব্যবহারকে ‘নীরব ঘাতক’ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, প্রতিবছর বিশ্বজুড়ে ১৫ লাখ মানুষ অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনের কারণে মারা যায় এবং বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব বাড়ছে।

তিনি বলেন, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

এছাড়া মাছ-গোশতেও অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া গেছে, যা খুবই উদ্বেগের বিষয়। তিনি অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির ওপরও জোর দেন।

সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution