শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী দেশের অগ্রগতি ও উন্নয়নে কাজ করে যাচ্ছেন—সালমা ইসলাম এমপি

নবাবগঞ্জ প্রতিনিধি:: সকল বাধা অতিক্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি দেশ ও জনগনকে ভালোবেসে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পদ্মা সেতু, মেট্রোরেল আজ বাংলাদেশকে উন্নয়নেরর শীর্ষে নিয়ে গেছে। বিশ্ব আজ বাংলাদেশকে সম্মানের সঙ্গে দেখে, যেখানেই যাই মর্যাদার চোখে দেখে। এজন্য জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

শুক্রবার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বর্ধন পাড়ায় অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এ কথা বলেন।

এসময় জাতীয় পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সংগঠনটাই আমাদের বড় শক্তি এটা মাথায় রাখতে হবে। সংগঠন যদি শক্তিশালী থাকে আর আমরা মানুষের আস্থা ও বিশ্বাস যদি অর্জন করতে পারি। তাহলে দোহার-নবাবগঞ্জ তথা দেশের উন্নয়নে কাজ করা কঠিন কিছু না। আর এটাই হলো বাস্তবতা। সেই বাস্তবতা নিয়েই আমরা সবাই কাজ করে যাবো ইনশাআল্লাহ।

সাবেক প্রতিমন্ত্রী সালমা ইসলাম আরো বলেন, দেশ ও জনগনের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করাই হচ্ছে রাজনীতি। তাই আসুন ভেদাভেদ ভুলে সবাই মিলে দেশটাকে সুন্দর করে গড়ে তুলি ও অসহায় হতদরিদ্র মানুষের জন্য কাজ করি। তবেই দেশ ও সমাজ এগিয়ে যাবে। বাংলাদেশ হবে বিশ্বে একটি আধুনিক উন্নত রাষ্ট্র। তিনি সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলে সকল নেতাকর্মীকে কাজ করার আহবান জানান।

অপরদিকে এ দিন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতা মোঃ মনির হোসেন এর নেতত্বে বিএনপি ও বিভিন্ন দল থেকে প্রায় শতাধীক নেতাকর্মী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জুয়েল আহমেদ, জাতীয় পার্টির নেতা মশিউর রহমান, নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বোরহান হোসেন, দোহার উপজেলা জাতীয় পার্টির সভাপতি হায়দার ব্যাপারী, সাধারণ সম্পাদক জানে আলম, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক পার্টি’র সভাপতি মোঃ সেলিম, জাতীয় পার্টির নেতা এমএ মজিদ, আজিজুর রহমান শোভন, ছাত্র সমাজ উপজেলা সাধারণ সম্পাদক নাসিফ উদ্দিনসহ সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution