শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ন
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ায় পদ্মা নদীতে ‘পদ্মা ক্রুজ’ নামে একটি ভ্রমণতরীর উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে ভ্রমণতরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
ঢাকা ক্রুজ এন্ড লজিস্টিকের চেয়ারম্যান ও পদ্মা ক্রুজের উদ্যোক্তা মহিউদ্দিন হেলালের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ক্রুজ এন্ড লজিস্টিকের ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তা হাজেরা বেগম, মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ হাবিব আলী, বাটা বাংলাদেশ মহাসচিব তৌফিক রহমান, সাংবাদিক নাদিরা কিরণ, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জানসহ আরো অনেকে।
উল্লেখ্য, পদ্মা ক্রুজ প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা ও দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ২ সিফটে চলবে। ৮০ জন পর্যটক এক সাথে ভ্রমণ করতে পারবে।
এছাড়া প্রতি পুর্ণিমার রাতে ৪৬ পর্যটক ভ্রমণ করতে পারবে। এখানে ১৮ টি কেবিন রয়েছে। বুফে খাওয়া ও ভ্রমণের জন্য প্রতি জনে ২৫০০ টাকা মূল্য ধরা হয়েছে। এছাড়া ৩ থেকে ৬ বছরের শিশুদের হাফ টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে।