মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
নবাবগঞ্জ প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বুধবার বেলা ১০ টায় সহকারী কমিশনার (ভূমি) নবাবগঞ্জ এর কার্যালয় প্রাঙ্গণে ভূমি সেবা দ্রুত ও মান সম্পন্ন উপায়ে প্রদানের লক্ষ্যে সেবা গ্রহীতাদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঃ হালিম।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে সেবা গ্রহীতাদের অভাব-অভিযোগ সরাসরি শোনা ও নিষ্পত্তির জন্য এবং তাদেরকে দ্রুত মানসম্পন্ন সেবা দেওয়ার জন্য প্রত্যেকটি সরকারি দপ্তরে গণশুনানি গ্রহণের নির্দেশ দেন। এরই আলোকে ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মমিনুর রহমান প্রতি সপ্তাহের বুধবার তার কার্যালয়ের সম্মেলন কক্ষে গণশুনানি করেন।
এছাড়াও তিনি প্রতিদিন অসংখ্য সেবা প্রার্থীর কথা সরাসরি শোনেন ও তাদেরকে আইনানুগ সেবা ও পরামর্শ প্রদান করেন। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা এর সার্বিক দিকনির্দেশনা অনুযায়ী নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান বলেন, সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয়, সরকারি ভূমি অফিসে সঠিক ও দ্রুত সেবা পায় সেই লক্ষ্যে এই গণশুনানি আয়োজন করা হয়েছে।