বুধবার, ০৭ Jun ২০২৩, ০২:১৬ পূর্বাহ্ন

নবাবগঞ্জে বিশ্ব যক্ষা দিবস উদযাপন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:: ‘হ্যা! আমরা যক্ষা নির্মূল করতে পারি’ এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিশ্ব যক্ষা দিবস উদযাপন করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাক এনজিও এ আয়োজন করেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টায় এ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স ফটক থেকে র‌্যালী বের হয়ে প্রধান সড়ক ঘুরে আসে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

তিনি জানান, উপজেলায় গত এক বছরে সাড়ে ৩শ রোগী চিকিৎসা নিয়েছেন। ৭ দিনের বেশি কাশি হলে অবহেলা না করে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে এসে যক্ষা পরীক্ষা করান।

বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের কার্ডিওলজি বিভাগের ডা. ফয়সাল হাসান, মেডিসিন বিভাগের ডা. ইফতেখার আহমেদ, আরএমও ডা. সামছুল ইসলাম খান, স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, ব্রাক এনজিও’র প্রোগ্রাম অফিসার মিল্টন মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার শিউলি আক্তার, ফিল্ড অর্গানাইজার সঞ্জয় কুমার আচার্য্য প্রমুখ।

একই সভা কক্ষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ-২০২৩ উপলক্ষে নারীদের জরায়ুমুখ ও বেস্ট ক্যান্সার পরীক্ষা করা হচ্ছে।

এ সেবায় ১৭-২৩ মার্চ দুপুর পর্যন্ত উপজেলা ২৪৫জন নারী এ পরীক্ষা করিয়েছেন বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution