বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৫:৩০ পূর্বাহ্ন
নবাবগঞ্জ প্রতিনিধি:: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সোমবার দুপুরে টায় ঢাকার নবাবগঞ্জে দৈনিক যুগান্তর পত্রিকার ২২বছর পূর্তি অনুষ্ঠান কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে উদ্যাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা ও স্মৃতিচারণ করা হয়। এরপর ২২ পাউন্ড ওজনের কেক কেটে যুগান্তরের বর্ষপূর্তি উদযাপিত হয়।
সোমবার সকাল থেকেই নবাবগঞ্জ প্রেসক্লাব চত্বরে নানা শ্রেণী পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতি এক মনোরম পরিবেশের সৃষ্টি করে। এসময় প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যাংকার, জনপ্রতিনিধি ও মানবাধিকার কর্মী অনুষ্ঠানে অংশ নেন।
নবাবগঞ্জ প্রেসক্লাব সভাপতি হাজী ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও সাংবাদিক আজহারুল হকের সঞ্চালনায় নবাবগঞ্জ প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় অনুষ্ঠানের অতিথি দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ট সংবাদ প্রচারে যুগান্তর দেশের শীর্ষ দৈনিক পত্রিকা হিসেবে এগিয়ে রয়েছে। পত্রিকাটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের অক্লান্ত পরিশ্রম, মেধা ও ত্যাগের বিনিময়ে যুগান্তর শীর্ষ দৈনিকে পরিণত হয়। আজকের দিনে তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
এসময় যুগান্তর প্রকাশক, সম্পাদক ও কর্মরত সকল সাংবাদিককে ধন্যবাদ জানান তিনি। এসময় দোহার নবাবগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্ম তুলে ধরায় যুগান্তরের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন। অনুষ্ঠানে শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত বলেন, যুগান্তর সত্য ও নিরপেক্ষ অনুসন্ধানে এগিয়ে যাক এ প্রত্যাশা নিরন্তর। যমুনার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আমাদের মাঝে নেই। কিন্তু তার রেখে যাওয়া যুগান্তর সমাজের অসঙ্গতি দূর করার লড়াইয়ে যুগ যুগ ধরে থাকুক এ প্রত্যাশা করি।
এসময় শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, শিক্ষাবীদ মানবেন্দ্র দত্ত, দোহার নবাবগঞ্জ কলেজ অধ্যক্ষ রবীন্দ্রনাথ মন্ডল, নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ,চলচিত্র অভিনেতা জামিলুর রহমান শাকা, দেওয়ান আওলাদ হোসেন, ঢাকা জেলা জাতীয় পার্টিও যুগ্ন সাধারন সম্পাদক নেতা জুয়েল আহমেদ, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মো. সাহেব আলী, জাতীয় পার্টির নেতা ডা. আলাউদ্দিন আল আজাদ, খলিলুর রহমান, জাহাঙ্গীর চোকদার, এম.এ মজিদ, কফিল দেওয়ান, কৃষিবিদ প্রদীপ কুমার, ঢাকা জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন পল্লব, আমিনুর রহমান রশিদ,জালাল আহমেদ, উপজেলা কৃষকলীগ সভাপতি অ্যাডভোকেট জাহিদ হায়দার উজ্জল, সাধারন সম্পাদক শেখ আবুল কালাম আজাদ, শ্রমিক লীগ উপজেলা আহবায়ক রাশেদ খান, ব্যাংক কর্মকর্তা গোলাম মোসÍফা, আ’লীগ নেতা জসীম উদ্দিন, মো.হাবিবুর রহমান, মাসুদ পত্তনদার, বাসার মুন্সী, ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা খলিল দেওয়ান, ডি.এন কলেজ ছাত্রলীগ সভাপতি দিপ্ত দেওয়ান, ছাত্র সমাজের পনির মন্ডল, শুভ্র তালুকদার, দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, সাংবাদিক খালিদ হোসেন সুমন, সালাহউদ্দিন বাচ্চু, বিপ্লব ঘোষ, শাহীনুর রহমান, সাদের হোসেন বুলু, আব্দুর রব বাবু, ইমরান হোসেন সুজন, আসাদুজ্জামান সুমন, ফিরোজ হোসেন, নাজমুল হোসেন, জুবায়ের হোসেন, মো. পলাশ, জাকির হোসেন প্রমুখ।