শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৬:০৯ অপরাহ্ন
নবাবগঞ্জ প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, ঢাকা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনকে সংবর্ধনা দিয়েছে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকাল ৫ টায় প্রেস ক্লাব হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেস ক্লাব সভাপতি হাজী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন বলেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তিনি সাংবাদিক সমাজকে সরকারে উন্নয়ন কর্মকান্ডের তথ্য সংবাদ মাধ্যমে প্রচার করার আহবান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, ওসি সিরাজুল ইসলাম শেখ, ইউপি চেয়ারম্যান আলিমুর রহমান পেয়ারা, পলাশ চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাহীন খান, শামিমূল আহাদ রনক, উপজেলা কৃষক লীগ আহবায়ক সাদের হোসেন বুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন বাবুসহ নবাবগঞ্জ প্রেস ক্লাবে সকল সাংবাদিকবৃন্দ নেতৃবৃন্দ ও আওয়ামী লীগ, ছাত্র লীগ, তাতি লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।