মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:৩৯ পূর্বাহ্ন

দোহার নবাবগঞ্জে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন

নবাবগঞ্জ প্রতিনিধি:: সারা দেশের ন্যায় ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় শুক্রবার বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে বেলা সাড়ে ১০ টায় দোহার ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসন, দোহার, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো, উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পৃথক পৃথক ভাবে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে।

এছাড়া দোহার ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগন, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমুহ বঙ্গবন্ধু জন্মদিনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করেন। এদিন দোহার ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, ক্লাবে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, সহকারি পুলিশ সুপার আশ্রাফুল আলম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফুর রহমান সিকদার, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, দোহার উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল হক ব্যাপারি, ওসি সিরাজুল ইসলাম শেখ, মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা, সুরুজ আলম, শাহিন খানসহ কৃষক লীগ, ছাত্র লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution