বুধবার, ০৭ Jun ২০২৩, ০১:৪৫ পূর্বাহ্ন
দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি:: ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল ১৯টি পরিবার।
বুধবার সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে ১৯টি পরিবারের মধ্যে জমিসহ ঘরের দলিল হস্তান্তর করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম বলেন, যাদের জমি এবং ঘর নেই এই রকম ২৮১ জন গৃহহীন পরিবারের তালিকা বিগত দিনে আমরা করেছিলাম। ইতোমধ্যে এ তালিকায় অন্তরভূক্ত ২৬২ জন গৃহহীন পরিবারকে জমিসহ ঘর ও দলিল হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে বাকি ছিল ১৯টি পরিবার। এই ১৯টি পরিবারের মাঝে জমিসহ ঘর ও দলিল হস্তান্তর করছি আজ। আর এই দলিল হস্তান্তরের মাধ্যমে দোহার থানাকে গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করা হলো।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মুস্তাফিজুর রহমান বলেন, এই ১৯টি পরিবারকে জমিসহ ঘরের দলিল হস্তান্তরের মাধ্যমে দোহার থানাকে গৃহহীন মুক্ত ঘোষনা করা হলেও, যদি নতুন করে আবারও কোন গৃহহীন পরিবারের উদ্ভব হয় বা সন্ধান পাওয়া যায় তবে পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অঙ্গিকার হিসেবে তাদেরকেও তালিকা করে জমিসহ ঘর প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন পরিবারে মাঝে জমিসহ ঘর ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক, দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, দোহার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, বিলাসপুর ইউপি চেয়ারম্যান মো. রাশেদ চোকদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, সুবিধা ভোগীসহ অনেকে।