শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:০১ পূর্বাহ্ন

দোহারে ইউপি নির্বাচন নৌকার প্রার্থীরা জয়ী

স্টাফ রিপোর্টার: ঢাকার দোহার উপজেলায় ২ নভেম্বর বুধবার নির্বাচনী উৎসবে মেতে উঠে ভোটারগণ। সকাল ৮ টা থেকে বেলা ৪ পর্যন্ত, সুতারপাড়া, রাইপাড়া ও মাহমুদপুরে ভোটারগণ ২৮ টি নির্বাচনী ভোট কেন্দ্রে তাদের ভোট প্রদানের মধ্য দিয়ে, দীর্ঘ দুই দশক পর তাদের পছন্দের জনপ্রতিনিধি চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত করেন। তিনটি ইউনিয়নে, এবারই প্রথম ইভিএমে ভোট দিয়েছে ভোটারগণ।

নির্বাচনে মাহমুদপুর ইউনিয়নে বীরমুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী নৌকা প্রতিককে ৪৬৫২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী আনারস প্রতিকের ৩১০২ ভোট পেয়েছেন এস,এম ফারুক উজ্জামান।

এছাড়া রাইপাড়া ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত আমজাদ হোসেন নৌকা প্রতিককে ৬২৬০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী নুরুল ইসলাম চশমা প্রতিককে ১৭০৮ ভোট পেয়েছেন।

সুতারপাড়া ইউনিয়নে শেখ নাসির উদ্দিন নৌকা প্রতিককে ৩২২৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্ধী চঞ্চল চশমা প্রতিককে ২৪৭৯ ভোট পেয়েছেন। তবে নির্বাচনের ফলাফল ঘোষণায় দীর্ঘ সময় নেয়ায়, বিষয়টি নিয়ে, জনমনে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এছাড়া ৪ টায় ভোট শেষ হলেও ইভিএমে ভোটের হিসাব মিলাতে প্রায় আড়াই ঘন্টা সময় নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দোহার উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, সকাল থেকে তিনটি ইউনিয়নের ভোটারগণ, উৎসবমূখর পরিবেশে ভোট প্রদান করে। কোন কেন্দ্রে অনাকাংখিত কোন ঘটনা ঘটেনি। বেলা ৪ পর্যন্ত সুষ্ঠ সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠ করতে প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে ছিলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution