শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:২৪ পূর্বাহ্ন

দশ বছরে পা রাখলো একুশের কণ্ঠ 

‘দেশের কথা বলে ’-এই স্লোগান নিয়ে একুশের কণ্ঠ দশ বছরে পা রাখলো। এক বছর ধরে আমি যা চেয়েছি তার কতটুকু করতে পেরেছি, কেনই বা বাকিটুকু করতে পারিনি তার একটা স্বচ্ছ ব্যাখ্যা খোঁজার চেষ্টা করা উচিত এই দিনে। তেমনটি হলে ভবিষ্যৎ পথচলা আরও বেশি সফল ও সার্থক হবে।

এই প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকার সকল সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি একুেশর কণ্ঠ এর পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদেরও বর্ষপূর্তির শুভেচ্ছা।

প্রিয় পাঠক, সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞতার কোনো সীমা নেই। আপনাদের সবার সহযোগিতা আর অংশগ্রহণ নিয়েই একুেশর কণ্ঠ আজ সবার হৃদয়ে স্থান করে নিয়েছে।

আমি প্রত্যাশা করি, পত্রিকাটির বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ পরিবেশনের যে জ্বলন্ত দৃষ্টান্ত জাতির সামনে স্থাপন করেছে তা ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকবে। যদিওবা কিছু ত্রুটি-বিচ্যুতি থেকে থাকে, তারপরও অকপটে বলা যায় যে, একুেশর কণ্ঠ অভীষ্ট লক্ষ্যপথে চলার চেষ্টা অব্যাহত রেখেছে। এ চেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution