সোমবার, ২৯ মে ২০২৩, ১১:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঢাকা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। প্রায় শতবর্ষী প্রাচীন ও ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানে তিনি ১৯৯৪ সনে সহকারী শিক্ষক হিসেবে যোগদানের পর একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এবং ২০১৪ খ্রি: থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন।
এসময়ের মধ্যে বিদ্যালয়টি বর্তমান প্রধান শিক্ষক জনাব মো: শাহ আলমের নেতৃত্বে পাবলিক পরীক্ষার ফলাফল, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনী মেলা, বিজ্ঞান মেলা সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা স্কাউটিং, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, শিক্ষার পরিবেশ, দৃষ্টিনন্দন শিক্ষার্থী বান্ধব পরিবেশ, শিক্ষার্থীদের জন্য পৃথক বিজ্ঞান ভবন, আলাদা পাঠাগার ভবন, সুদৃশ্য সবুজ ও পুষ্প বেষ্টিত ক্যাম্পাস, পৃথক খেলার মাঠ দৃষ্টিনন্দন শহীদ মিনার, প্রভৃতি তৈরির মাধ্যমে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর এরই স্বীকৃতিস্বরুপ এ বিদ্যালয় নবাবগঞ্জ উপজেলায় ২০১৬, ২০১৮, ২০১৯ ও ২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং ২০১৯ ও ২০২২ সালে পরপর দু’ বার ঢাকা জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়।
২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা প্রতিযোগিতায় মোট ১৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে জেলায় অংশগহণ করার সুযোগ পায়। জেলায় এ বিদ্যালয় থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকসহ, ঢাকা জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী (জান্নাতুল জেরিন, ১০ম শ্রেণি) ও জেলার শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়।
উল্লেখ্য, জনাব মো: শাহ আলম ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। শিক্ষকতা পেশায় যোগদানের পর থেকে একজন দক্ষ ও মেধাবী শিক্ষক হিসেবে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর নিকট সমাদৃত। তিনি নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকূল গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগতভাবে একজন সজ্জন, ভদ্র ও অমায়িক ব্যবহারের অধিকারী। তার সহকর্মী ও শিক্ষার্থীগণের নিকট খুবই পছন্দনীয় ব্যক্তিত্ব।