বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৩:৩৯ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের সাধুহাটি বাস স্ট্যান্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় শিমুল হোসেন (২৯) নামে এক ব্রাক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গায় নিজ কর্মস্থলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। নিহত শিমুল যশোরের চৌগাছা উপজেলার সোহরাব হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ১নং সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. কাজী নাজির উদ্দীন বলেন, ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা জেলা শহরে কর্মস্থলে ফিরছিলেন শিমুল। সাধুহাটি বাসস্ট্যান্ড এলাকায় আসা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে গাছের গুড়ি বোঝায় একটি আলমসাধুতে (শ্যালো ইঞ্জিন চালিত গাড়ি) ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিল্লাল হোসেন জানান, তার মরদেহটি উদ্ধার করে ডাকবাংলা পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। তার আত্মীয়-স্বজনরা আসলে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাছে হস্তান্তর করা হবে।