বুধবার, ০৭ Jun ২০২৩, ০১:১৩ পূর্বাহ্ন

জুলিও কুরি পদক বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধুর মর্যাদা এনে দিয়েছিল: শেখ শাহ আলম

স্টাফ রিপোর্টার:: ‘জুলিও কুরি’ শান্তি পদক বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধুর মর্যাদা এনে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম। তিনি বলেছেন, ওই পদকে বাঙালি জাতি যেমন গর্বিত হয়েছে, তেমনি বিশ্ববাসীও বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্বকে সম্মাননা দিতে পেরে গর্বিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর এত বড় সম্মান বা স্বীকৃতি আমরা ভুলতে বসেছি। নতুন প্রজন্ম জানেও না জুলিও কুরি পদক কী? গবেষক, লেখকদের দায়িত্ব এই পদকের তাৎপর্য মানুষের সামনে নিয়ে আসা।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অনুপ কুমার বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি মির্জা শাখওয়াৎ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার আলম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন প্রধান, সাহেলা আক্তার ও আবু বক্কর সিদ্দিক বিপুল, প্রচার সম্পাদক মোহাম্মদ ওমর, অর্থ সম্পাদক আরেফিন হক আলভী, সদস্য মামুন শেখ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution