বুধবার, ২৫ মে ২০২২, ০৩:১৮ অপরাহ্ন
চট্টগ্রাম প্রতিনিধিঃ পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নে রাজনৈতিক পূর্বশত্রুতার জের ধরে মো. সোহেল নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২২ এপ্রিল) রাতে শান্তিরহাট বুধপুরা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. সোহেল (৩৫) কাশিয়াইশ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই। আহতরা হলেন- মো. সাজ্জাদ (২০), সাদ্দাম হোসেন (৩০) ও জয়নাল আবেদীন (৩৪)।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বে থাকা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই সোহেলসহ চারজনকে ছুরিকাঘাত ও মারধর করেন শরীফ নামের এক ব্যক্তি। চারজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে সোহেলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, তিন মাস আগে হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।