বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:২৮ পূর্বাহ্ন
নেত্রকোনা প্রতিনিধি:: বিদ্যার দেবী সরস্বতী পূজাকে সামনে রেখে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার চাকুয়া গ্রামে পাঁচটি মন্ডবে সার্বজনীন পূজার আয়োজন করা হয়েছে চাকুয়া গ্রামে।
এ সময়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা। সরস্বতী পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরি করে সাজসজ্জা, আলোকসজ্জা, পূজা- অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন পূজারিরা।
চাকুয়া গ্রামের সাহাপাড়া, জেলেপাড়া, গাছপাড়া, বড়হাটি ও হাসিদপুর হাটি, ঘুরে দেখা গেছে নানা আয়োজনে চলছে পূজা অর্চনা।
পূজারিরা জানান, করোনাকালে বিগত বছরগুলোতে সরস্বতী পূজায় তেমন কোনো উৎসবের আয়োজন করা যায়নি। এ বছর পূজা-অর্চনা, অঞ্জলি, প্রসাদ বিতরণ ছাড়াও বিভিন্ন স্থানে থাকছে সাংস্কৃতিক আয়োজন।