মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৪৭ পূর্বাহ্ন
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:: শীতের সকালে খেজুর গাছের নামানো রস নিয়ে বাড়িতে ফিরছিল রাজশাহীর বাঘার গাইছি লাভলু প্রামানিক (৩২) নামে এক যুবকের মৃত্যৃ হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারী) সকাল ৬ টার দিকে সে মারা যায়।
লাভলু প্রামানিক বাঘা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলিগ্রামের মৃত আব্দুল মজিত প্রামানিকের ছেলে।
লাভলু প্রামানিকের বড় ভাই মাইনুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে কলিগ্রাম মাঠে খেজুর গাছের রস নামিয়ে বাড়িতে ফেরার পথে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় সে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাঘা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম জানান, বুধবার বাদ যোহর জানাযা নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।