বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৫১ পূর্বাহ্ন

খুলনায় ১৫টি স্বর্ণের বারসহ আটক ২

খুলনা ব্যুরো:: ভারতে পাচারের সময় পুলিশের অভিযানে ১৫টি স্বর্ণের বারসহ ইমন ও আবুল হোসেন নামের দু’জনকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে মহানগরীর জিরোপয়েন্ট থেকে তাদের আটক করা হয়।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসে করে ঢাকা থেকে খুলনার জিরোপয়েন্ট এলাকায় নামেন চোরাকারবারী ইমন ও আবুল হোসেন। গাড়ি পাল্টিয়ে সাতক্ষীরায় যাওয়ার জন্য বাস থেকে নামলে তাদের দেখে পুলিশের সন্দেহ হয়। সন্দেহ হওয়ায় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করে। একজনের বাড়ি চট্টগ্রাম ও অপরজনের বাড়ি কুমিল্লা। তবে তারা দু’জনই ঢাকায় থাকে।

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা ভারতে পাচারের উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution