বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ১২:২২ অপরাহ্ন
খুলনা ব্যুরো::
খুলনার টুটপাড়া কবরখানা মোড়ে নির্মাণাধীন সিসভাস নামে একটি ভবনের ছাদ থেকে তপন সরদার (৫০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকাল নয়টার দিকে গলায় রশি দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
তিনি ওই ভবনের কেয়ারটেকার ছিলেন। তার গলায় রশি পেঁচানো ছিল।
খুলনা সদর থানার ওসি আশরাফ-উল-আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।