বুধবার, ২৫ মে ২০২২, ০৩:৫২ অপরাহ্ন
খুলনা প্রতিনিধি:: খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় ইজিবাইক চালক মেহেদী হাসান রাব্বি (২০) হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৬ এপ্রিল) খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. মুরাদ হোসেন গাজী এ রায় নিশ্চিত করেছেন।
তিনি জানান- যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- লবনচরা থানা এলাকার বাসিন্দা মো. বাবু হোসেন (২১), মো. জাহিদুল ইসলাম নয়ন (১৯), মো. ফয়সাল হাওলাদার (১৯) ও মো. আবু রায়হান (১৯)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১১ আগস্ট সকালে লবণচরা থানা এলাকায় কুয়েট মসজিদের সামনে থেকে ইজিবাইক চালক মেহেদী হাসান রাব্বির (২০) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গল্লামারী পুলিশ বক্সের পেছনের বাসিন্দা রাব্বির বাবা আব্দুর রহিম ব্যাপারী বাদী হয়ে মামলা করেন। তদন্ত কর্মকর্তা এসআই নাসির উদ্দিন মোল্লা ২০১৯ সালের ৩১ জানুয়ারি পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন।