মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:১৩ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে কৃষকলীগ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জের রোহিতপুরের কৃষক নুরুল ইসলামের ত্রিশ শতক পাকা ইরি ধান কেটে ঘরে তুলে দিয়েছে কেরানীগঞ্জ মডেল থানা কৃষক লীগ। বুধবার সকালে কেরানীগঞ্জ মডেল থানা কৃষকলীগের আহবায়ক ইয়াকুব আলী মিন্টুর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী ওই কৃষকের জমির ধান কেটে দেন।

কৃষক নুরুল ইসলাম বলেন, আমার মাত্র ৩০ শতক জমির ধান পেকেছে। কিন্তু ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। কেরানীগঞ্জ মডেল থানা কৃষক লীগের আহবায়ক ইয়াকুব আলী মিন্টু এই খবর জানতে পেরে নেতাকর্মীদের মধ্যেমে আমার ধান কেটে দিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এভাবে সাধারণ কৃষকের ধান কেটে দিলে অনেক কৃষক উপকৃত হবে।

কেরানীগঞ্জ মডেল থানা কৃষক লীগের আহবায়ক ইয়াকুব আলী মিন্টু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে নেতাকর্মীরা। ধান কাটার পুরো মৌসুমে আমরা কৃষকদের পাশে থাকবো। যেখানেই শুনবো কৃষকরা শ্রমিক সঙ্কটে ধান কাটতে পারছেন না, সেখানেই আমরা তাদের সহযোগিতা করবো।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক লীগের সহ-সভাপতি শারমিন হোসেন লিপি, যুগ্ম-সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম রাজ, মডেল থানা কৃষকলীগের সদস্য বিল্লাল খান, আকাশ রহমান সেন্টু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution