মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি:: ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি এজাজ আহমেদ পান্না (৫৮) মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহহি..রাজিউন)।
শনিবার (১৮ মার্চ) দুপুরে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুনাগগ্রহী ও শুভনাধ্যায়ী রেখে গেছেন।
এজাজ আহমেদ পান্না’র মৃত্যুতে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট সালমা ইসলাম এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তিনি মরহুম এজাজ আহমেদ পান্না’র বাড়িতে গিয়ে পরিবারের সকল সদস্যদের খোঁজখবর নেন ও পরিবারের সদস্যদের সাথে সমবেদনা প্রকাশ করেন।
এছাড়া এজাজ আহমেদ পান্না’র মৃত্যুতে বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আবুল হোসেন, নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগ নেতৃবৃন্দ, নবাবগঞ্জ উপজেলা মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।